নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শহরের তরকারি পট্টি এলাকায় সাত্তার বোর্ডিংয়ে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার বিকেলে পুলিশের এক কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানে সাত্তার বোর্ডিংয়ে গেলে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

এতে পুলিশের এসআই মোস্তাক হাতে ও কনস্টেবল সোহেল মাথায় আঘাত পান এবং সোহাগ ভূঁইয়া ভুট্টো নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে পাঁচ সন্ত্রাসীকে ‍আটক করে পুলিশ। এ সময় ওই কক্ষ থেকে দুই রাউন্ড গুলি ও একটি ৭.৬২ বিদেশি পিস্তল, একটি চাপাতি, পাঁচ বোতল ফেনসিডিল ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন, সোহাগ ভূঁইয়া ভুট্টো (৩৭), রানা (৪০), মতিন (৩৮), পরিমল সাহা (৪৬) ও আব্দুল গাফফার (২৮)।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা ছাত্তার বোর্ডিংয়ে অবস্থান করছে এ খবর সেখানে অভিযান চালানো হয়।

(ওএস/অ/মে ২৬, ২০১৪)