আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রাক গিরিখাতে পড়ে ১৬ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কালার কাহার শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ইমরান আকতার জানান, মাটান গ্রামে ৬৫ যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক গিরিখাতে পড়ে যায়। এতে ১৬ জন নিহত ও ৪৯ জন আহত হন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনই দুর্ঘটনার কারণ বলে জানান তিনি।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশিসংখ্যক আহতদের চিকিৎসা দেয়ার সামর্থ্য হাসপাতালটির নেই বলে কর্মকর্তাটি উল্লেখ করেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আশিক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণ বলেও তিনি জানান।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৪)