বাউফল প্রতিনিধিঃ  যৌন হয়রানি ও শ্লীলতা হানির দায়ে পটুয়াখালীর বাউফলে আলমামুন মিলন ( ২৭) নামে এক যুবকের এক বছরের কারদন্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে কর্পূরকাঠীর বগীবাজার এলাকার নুরুল হক মাস্টার বাড়ির পশ্বিম পাশ থেকে ওই এলাকার মস্তফা মৃধার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) তার ছেলের বাসায় যাওয়ার পথে রাস্তা থেকে ধানক্ষেতে তুলে নিয়ে যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটায় একই এলাকার শাহআলম মৃধার ছেলে আলমামুন মিলন। এ সময় ওই এলাকার মেম্বর নুরুল ইসলাম ও মজিবর নামে দুই জনের সহায়তায় স্থানীয়রা মিলনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০৯ ধারায় ইফটিজিং ও শ্লীলতা হানির দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

(এমএবি/এনএস/নভেম্বর ১৬, ২০১৫)