নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশী দুই  গরু ব্যবসায়ী আহত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার করমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলা করমুডাঙ্গা গ্রামের এসলাম আলীর পুত্র রমজান আলী (৩০) ও মোস্তফার পুত্র ফাইজুল ইসলাম (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ওই এলাকার গরু চোরাকারবারীর গডফাদার ফাইজুল ও রমজানসহ ৪ জন ওই সীমান্ত এলাকার ২৩৮-২৩৯ নম্বর পিলারের মাঝামাঝি স্থান দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনতে যায়।

সোমবার ভোরে গরু নিয়ে তারা ফের ওই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের শনঘাট ৩১ বিএসএফ কোম্পানীর একটি টহলদল তাদের পিছু ধাওয়া করলে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও রমজান ও ফাইজুল গ্রামবাসীর হাতে ধরা পড়ে।

এসময় গ্রামবাসী ও বিএসএফ সদস্যরা আটক দু’জনকে বেদম মারপিট করে রমাজানের এক পা ভেঙ্গে দেয় ও ফাইজুল আহত হয়। সংবাদ পেয়ে তাদের লোকজন আহত রমজানকে কাঁধে করে সাপাহার হাসপাতালে এনে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি হলে ভোরেই তার লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত ফাইজুল প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

এ বিষয়ে বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান পিএসপি সাংবাদিকদের জানান, তারা ভারতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লে ভারতীয় গ্রামবাসী তাদের ধরে পিঠিয়ে আহত করে।

(বিএম/এএস/নভেম্বর ১৬, ২০১৫)