নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার গোপালপুর ইউনিয়নের কেদুয়া বাজারে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয় বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় অটোরিকশা চালক গোরফানসহ (৩২) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অপর দুইজনের নাম জানা যায়নি।

গুলিবিদ্ধদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার পর থেকেই উপজেলার গোপালপুর ইউনিয়নের কেদুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের হাসান ও মজিদ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

পরে রাত ১০টার দিকে হাসান ও মজিদ দুই গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক গোরফানসহ তিনজন গুলিবিদ্ধ হন। আহত হন আরো অন্তত ১০ জন।

গুলিবিদ্ধদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)