মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর রাজৈর উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামের গৃহবধু সালমা বেগমকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীসহ দুইজনের জামিন আবেদন না মঞ্জুর করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামের গৃহবধু সালমা বেগমকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আব্দুল হক বেপারী ও রেজাউল হক বেপারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আইনজীবীরা তাদের জামিন আবেদন করলে বিচারক নুরুন্নাহার ইয়াসমিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২৫ অক্টোবর জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জের ধরে মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামের সামচুল হক বেপারীর স্ত্রী সালমা বেগমকে হত্যার উদ্দেশ্যে ঐ গৃহবধুর ভাসুর আব্দুল হক বেপারী ও দেবর রেজাউল হক বেপারী তাকে দা দিয়ে আঘাত করে।

(এএসএ/এসএমএস/নভেম্বর ১৭, ২০১৫)