টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা বিভাগের ৮টি জেলার সাথে ৬ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।

সকাল ৬টা থেকে ধর্মঘটের কারণে ঢাকার সাথে সকল প্রকার দুরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এতে করে রাস্তায় চলাচলকারী যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। সকাল থেকেই বিভিন্ন গন্তব্যগামী যাত্রীদের বাস টার্মিনালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা গেছে। এদিকে দুরপাল্লার যানবাহন বন্ধ থাকলে যাত্রীরা সিএনজি ও অটোরিক্সায় ভেঙ্গে ভেঙ্গে চলাচল করছে। চলাচলকারী যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুদের পড়তে হয়েছে আরো বেশি দূর্ভোগের মধ্যে।

টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ আলী জানান, নেত্রকোনার জেলা প্রশাসকের বদলীসহ ৬ দফা দাবিতে ঢাকা বিভাগের ৮টি জেলার সাথে টাঙ্গাইলেও বাস অনিদিষ্টকালের জন্য ধর্মঘট চলছে চলবে।

(এমএনইউ/জেএ/মে ২৭, ২০১৪)