দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ডা. পসিয়ারো পিচস (৫০) নামে এক ইতালীয় নাগরিক আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের বিটিআরসি বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। দিনাজপুরের পুলিশ সুপার রহুল আমিন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত পিয়েরে পিচসকে (৫০) গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি শুইহারি ক্যাথলিক মিশন চার্চের ফাদার।

পুলিশ জানায়, ডা. পসিয়ারো দীর্ঘদিন ধরে দিনাজপুরের একটি ক্যাথলিক চার্চের ফাদার হিসেবে নিয়োজিত আছেন। প্রতিদিনের মতো আজও তিনি প্রাতঃভ্রমণে বের হন। এসময় শহরের বিটিআরসি বাসস্ট্যান্ডের সামনে মুখোস পরা তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি ডা. পসিয়ারোর গলার পাশে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(ওএসএস/এসসি/নবেম্বর১৮,২০১৫)