গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপনির্বাচনে চার প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। অন্যান্য নির্বাচনের চেয়ে এ নির্বাচন অনেকটা নিরুত্তাপ।

ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ৪৪২। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫৭৪ এবং মহিলা ভোটার ২৯ হাজার ৮৬৮ জন। ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনে মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান (টেলিফোন), মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শওকত হোসেন রানা (দোয়াত-কলম), উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন (কাপ-পিরিচ), নাজমা সরকার (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে মৌচাক ও আশপাশের ১১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

(ওএস/এইচআর/মে ২৭, ২০১৪)