জকিগঞ্জ প্রতিনিধি :একাত্তরের অগ্নিঝরা দিনের ২১ নভেম্বর সারাদেশের আগে জকিগঞ্জ থানা সদরসহ আশপাশ এলাকা পাক হানাদার বাহিনী মুক্ত করে জকিগঞ্জে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করা হলেও দেশ স্বাধীনের প্রায় ৪৫ বছরেও জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতি না দেওয়ায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতি দেয়ার দাবীতে বুধবার জকিগঞ্জ লাল সবুজ ছাত্র ফোরামের আয়োজনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একাত্বতা প্রকাশ করেছে। লাল সবুজ ছাত্র ফোরামের সম্মন্বয়ক আব্দুর রহমান জীবনের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংবাদিক আল হাছিব তাপাদার, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ছাত্রলীগ নেতা জুনাইদ আহমদ জুনেদ, শিক্ষার্থী মাহবুব আলম মাহিন, মুমিনুল ইসলাম ছায়েম, মুন্না আহমদ সাহেদ, মঞ্জুর আহমদ, খোরশেদ আলম, শাহাব উদ্দিন, সেকুল আহমদ, রিজন আহমদ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, মিঠুন বিশ্বাস, রিন্টু বিশ্বাস, মাসুম আহমদ, জাহাঙ্গীর আহমদ, কামরুল ইসলাম, সুমন আহমদ, লিটন, লিমন প্রমুখ।

সভায় বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণা করা না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতকারীদের হাত থেকে রক্ষা করে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণা করতে বক্তারা সরকারের প্রতি আহবান জানান। এবং জকিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রাণের দাবী আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ২১ নভেম্বর পালনের আহবান জানান।



(এসকেপি/এসসি/নবেম্বর১৮,২০১৫)