নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা গ্রামে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মনির হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী মিনারা বেগম (২৮) এবং নিকটাত্মীয় রিমন (২৫) ও আরিফ (১৬)। সবাই পোশাক শ্রমিক।

হাসপাতালের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা জানান, তাঁরা চার তলা একটি বাড়ির নিচ তলার বাসিন্দা। ভোর রাতে রান্না করার সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পালের ভাষ্য, দগ্ধদের ভোর সাড়ে ৬টার দিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মিনারা বেগমের শরীরের ৪০ শতাংশ এবং মনির হোসেনের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে।

(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০১৫)