গৌরীপুর প্রতিনিধি :দরিদ্র পিতামাতার ফুটফুটে প্রাণ চঞ্চল একটি সন্তান শিশু সাব্বির। তরুলতার ন্যায় বেড়ে উঠা ফুটফুটে শিশুটি ছিল সবার আদরে। আজ সে হাসপাতালের বিছানায় মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে  যুদ্ধ করছে। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার গ্রামের ভ্যানগাড়ি চালক মোঃ জহিরুল ইসলাম ও খালেদা আক্তারের পুত্র।

৪বছর বয়সী মোঃ সাব্বির ইসলামের বড় ভাই তানভীর ইসলাম ১ম শ্রেণিতে পড়ছে অপর বোনটির বয়স মাত্র ১বছর। প্রায় ৬মাস পূর্বে দুরোরোগ্য ব্যাধি হিসটোসাইটিস ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগের ৩য় তলার ‘ডি-ব্লকের’ ১নং ওয়ার্ডের ৬নং বিছানায় কাতরাচ্ছে। চিকিৎসক অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও সহযোগি অধ্যাপক ড. আতিকুর রহমানের চিকিৎসাধীন রয়েছেন। তার বাবা মোঃ জহিরুল ইসলাম জানান, সন্তানের চিকিৎসা করতে ইতিমধ্যে বাড়ি-ভিটা বিক্রি করে দিয়েছেন। ঢাকায় রাস্তার পাশে বস্তিতে আশ্রয় নিয়েছে। সারাদিন ভ্যানগাড়ি চালিয়ে এখন যা পায়, তা দিয়ে চলছে চিকিৎসা। প্রতিমাসে ১৫-২০হাজার টাকার প্রয়োজন। তাঁর সন্তানকে বাঁচান আকুতি জানিয়ে শিশুটির মা খালেদা আক্তার বলেন, আপনাদের একটু সহানুভূতি পারে আমার সন্তানের হাঁসিমুখ ফিরিয়ে দিতে। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং ৩৯৩৭১০১০০৮৮০৯, মোঃ নজরুল ইসলাম, পূর্বালী ব্যাংক লিমিটেড, কুড়িল বিশ্বরোড শাখা, ঢাকা। মোবাইল (মোঃ জহিরুল ইসলাম) ০১৭৪৬-৯৮৭২৩৭।

(ওএস/এসসি/নবেম্বর১৯,২০১৫)