মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে শুক্রবার দুপুরে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এই ঘটনায় মেয়ের বাবার কাছে থেকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণআদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের খুরশিদ মাতুব্বরের মেয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তারের সাথে শিবচর উপজেলার আফছার মাতুব্বরের ছেলে সৌদি আরব প্রবাসী হারুন মাতুব্বরের বিয়ে ঠিক হয়।

শুক্রবার দুপুরে বিয়ের সব আয়োজন করা হয়। মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা এই সংবাদ পেয়ে মডেল থানায় খবর দেয়। এসময় পুলিশের সহযোগিতায় ঐ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ্য কুমার মেয়ের বাবা খুরশিদ মাতুব্বরকে বাল্য বিয়ের আয়োজন করায় ৮ হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে অঙ্গিকারনামায় স্বাক্ষন নেন।

মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/নভেম্বর ২০, ২০১৫)