সিরাজগঞ্জ প্রতিনিধি :ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আই পি ইউ) ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ এবং জন্ম ও বিবাহ নিবন্ধন কার্য্যক্রমে তৃনমূল পর্যায়ের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার বহুলি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আই পি ইউ) এর উপদেষ্টা (স্বাস্থ্য) ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিন্স, পীর ফজলুর রহমান এমপি, ফরহাদ হোসেন এমপি, ফজিলাতুন্নেসা বাপ্পি এমপি, নুরজাহান বেগম মুক্তা এমপি, সফুরা বেগম এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, রিফাত আমিন এমপি, ওয়াসেকা আক্তার এমপি ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আই পি ইউ) এর প্রতিনিধি মিস ব্রিজিট ফুলিও।
এই কর্মশালায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, বিবাহ ও জন্মনিবন্ধনকারি, গনমাধ্যম কর্মি, এনজিও প্রতিনিধি ও সমাজের বিশিষ্ঠজনের অংশগ্রহন করেন।


(ওএস/এসসি/নবেম্বর২১,২০১৫)