সিরাজগঞ্জ প্রতিনিধি : জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ বলেছেন, একটি দেশের যেকোনো উন্নয়নের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই শিক্ষা ছেলে-মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। তাই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারলেই দেশে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।

শনিবার সকালে সিরাজগঞ্জের বহুলী ইউনিয়ন পরিষদে`বাল্যবিবাহ নিরোধ এবং জন্ম ও বিবাহ নিবন্ধন কার্যক্রমে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক` এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যেগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর আসনের সংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রতিনিধি ব্রিজিত ফিলম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, নুরজাহান বেগম, সাবিনা আকতার, সফুরা বেগম, ফজিলাতুননেছা প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২১, ২০১৫)