বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের মাছ ধরার সময় কুমিরের আক্রমণে প্রভাষ হালদার (৪৮) নামের এক জেলে আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের মাইড্যার খালে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের নারায়ন হালদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রভাষ হালদার শনিবার বিকেলে মিল্টন মিস্ত্রি নামের তার এক সহযোগীকে নিয়ে খালে মাছ ধরছিলেন।

এমন সময় একটি কুমির তার বাম পায়ে আক্রমন করে। এসময় তার ডাক চিৎকারে সহযোগী জেলে মিল্টনসহ আশপাশের জেলেরা এসে লাঠি দিয়ে পিটিয়ে প্রভাষকে কুমিরের মুখ থেকে তাকে রক্ষা করে। তাকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা হাসপাতালের ডা. অসীম কুমার সমদ্দার জানান, ওই জেলের বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তবে, তার আশঙ্কাজনক নয়। ধানসাগর ফরেস্ট ষ্টেশরনের এসও মো. সুলতান আহম্মেদ কুমিরের আক্রমণে জেলে আহতরে বিষয়টি নিশ্চিত করেছেন।

(একে/এএস/নভেম্বর ২১, ২০১৫)