সাতক্ষীরা প্রতিানধি :গণতন্ত্রকে দলীয়করণ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যের কারণে স্বাধীনতা সার্বভৌমত্বসহ সকল জাতীয় অর্জন সম্ভব হয়েছে। জাতীয় ঐক্যের কারণে স্বাধীনতা সার্বভৌমত্বসহ সকল জাতীয় অর্জন সম্ভব হয়েছে। দেশের জনগনের মধ্য থেকে আবারও জাতীয় ঐক্যের দাবি উঠেছে উল্লেখ করে তিনি বলেন ১৯৭৫ এ জাতীয় নেতৃবৃন্দকে হারিয়েও জনগন হতাশ হয়নি , তারা হতাশ  হবেও না । সকল অনিয়মের বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়াতে হবে বলেও  মন্তব্য করেন তিনি ।

শনিবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা গণফোরামের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ আহ্বান জানান। জনগনই ক্ষমতার মালিক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ঐক্যের শক্তির উৎস ধরে এগিয়ে যেতে হবে। ১৬কোটি মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ১৬ কোটি মানুষকে ঘুম পাড়ানো ও গুলি করে হত্যা করাও সম্ভব নয়। সন্ত্রাস নয়, বাংলার মানুষ শান্তি চায়। আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে পুলিশ প্রশাসন চলতে পারে না। যদি চলে সেটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী। আইনের শাসন কার্যকর করতে হলে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে হবে। তিনি সংবিধানের চার মুলনীতির ব্যাখ্যা দিয়ে আরো বলেন, দেশের জনগণ জানমালের নিরাপত্তা, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত ও অসাম্প্রদায়িক রাজনীতি চায়। নিরপেক্ষ বিচার চায়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চায়। ব্যবসা বাণিজ্যের জন্য শান্তিময় পরিবেশ চায়। ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ড. কামাল হোসেন বলেন, যাদের রক্তের কালিতে এ দেশের সংবিধান রচিত হয়েছে তাদের সে স্বপ্ন আজো বাস্তবায়ন হয়নি। আজকের তরুণ সমাজকে শহীদদের আদর্শকে লালন করতে হবে। যারা লোভের শিকার হয়েছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয় দেখিয়ে কোন আন্দোলন দমন করা যায় না।

২০০৫ সালে ২৩ দফার ভিত্তিতে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা কী এখন সরকার মানে? সরকার মানে না বলেই দেশে অশান্তি। একজন্য শান্তির জন্য জনগনকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
সাতক্ষীরা জেলা গণফোরামের আহ্বান এম. জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিতির বক্তব্য রাখেন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, সভাপতি ম-লীর সদস্য অ্যাড. আব্দুল আজিজ, অ্যাড. আফম শফিকুল্লাহ, মুস্তাক আহমেদ, অ্যাড. সেলিম আকবর, সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ, ফজলুল করিম কাউসার, আলী নূর খান বাবুল, কাজী রবিউল ইসলাম, এনামুল হক, মামুনুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গণফোরামের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আলী নূর খান বাবুল।

সম্মেলনে মাহফুজুর রহমান মামুনকে সভাপতি ও আলী নূর খান বাবুলকে সাধারণ সম্পাদক করেন একটি কমিটি ঘোষণা করা হয়।

(আরএনকে/এসসি/নভেম্বর২১,২০১৫)