স্টাফ রিপোর্টার : লন্ডন থেকে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা (ফিরোজা) ঘিরে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দুই মাসেরও বেশি সময় দেশের বাইরে থাকার পর শনিবার বিকাল ৫টা ১৩ মিনিটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়া। এরপর তিনি নেতাকর্মীদের বেষ্টনির মধ্যে গুলশানের বাসভবনে যান।

খালেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে খালেদার বাসার সামনে দিয়ে তিন দফা জল কামানের গাড়ি মহড়া দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দুই ভ্যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খালেদা জিয়ার বাসভবনকে ঘিরে অবস্থান নেয়। এছাড়া রাত পৌনে ৭টার দিকে র‌্যাবের গাড়ি দুই দফা চেয়ারপারসনের বাসভবনের সামনে দিয়ে মহড়া দিতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরার আগে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৫)