গাইবান্ধা প্রতিনিধি :জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, যারা বিদেশীদের উপর হামলা করছে তারা এ দেশের ভালো চায় না। সরকারকে বেকায়দায় ফেলার জন্যই একটি মহল এধরনের হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের এসব অপকর্মে সরকার বিচলিত নয়। পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

শনিবার সকালে গাইবান্ধা শহরে জেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালীর উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। র‌্যালীটি আসাদুজ্জামান উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ কেক কেটে ও বেলুন উড়িয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আযম, জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, নেজারত ডেপুটি কালেক্টরেট আবু সুফিয়ান প্রমুখ।
বিকেলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেরা ৩ উদ্যোক্তা, ৩ ইউপি চেয়ারম্যান ও ৩ জন সচিবকে পুরস্কৃত করা হয়।




(টিবি/এসসি/নবেম্বর২২,২০১৫)