সিরাজগঞ্জ প্রতিনিধি : পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (পিপিডি)র সভাপতি ও চীনের উপ-স্বাস্থ্য মন্ত্রী ওয়াং পেইঅ্যান বলেছেন- বাংলাদেশের মাহলা শিশু এবং দরিদ্র মানুষকে স্বাস্থ্যগত বিষয় কিভাবে সহযোগীতা করা যায় সেব্যাপারে চীন সহযোগীতা করবে।

এছাড়াও চীনের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাও অটুট থাকবে। তিনি আরও বলেন পিপিডি গঠনের মূল লক্ষ্য হলো পিপিডির অন্তর্ভূক্ত ২৬টি দেশের স্বাস্থ্য গত বিষয়ে সহযোগীতা করা এবং সেই উদ্যোশ্যেই তারা এবস দেশে কাজ করে যাচ্ছে।

তিনি আজ (শনিবার) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র এবং মেঘাই কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কালে এসব প্রতিশ্রতির কথা বলেন। এসময় তার সাথে ছিলেন চীনের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যন্য কর্মকর্তা এবং (পিপিডি)র বাংলাদেশের প্রধান ড. জো থমাস ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।


(এসএস/বি এইচ২২নভেম্বর ২০১৫)