গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের জানালার পাশ থেকে মাটি খুঁড়ে সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ওষুধের মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।

জানা গেছে, স্থানীয় গ্রামবাসি মাটি খুঁড়ে ওই ওষুধগুলো দেখতে পেয়ে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি পুলিশকে ঘটনাটি অবহিত করেন।
পুলিশ এসে এই ওষুধগুলো উদ্ধার করে।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা গেছে, উদ্ধারকৃত ওষুধগুলোর অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। কিছু কিছু ওষুধ ব্যবহার উপযোগী ছিল।

ধারণা করা হচ্ছে ওষুধগুলো ওই কমিউনিটি ক্লিনিকের জন্য বরাদ্দকৃত ওষুধ। এব্যাপারে ওই কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ফৌজি আকতার মৌসুমীকে এই ঘটনার পর ক্লিনিকে পাওয়া যায়নি। পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনাটি সরেজমিনে তদন্ত করেছেন।

(ওএস/এসসি/নবেম্বর২২,২০১৫)