নড়াইল প্রতিনিধি :জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন,“ দেশে এখন গণতন্ত্র নেই পথে পথে চকপোষ্ট মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় ;মানুষের জানমালের নিরাপত্তা নেই”। আজ রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় ও আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অশোক কুমার ঘোষ, অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, শরিফুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন, লোহাগড়া উপজেলা জাপা নেতা বদরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর পর আজ রোববার নড়াইলে আসেন এরশাদ। এর আগে ১৯৮৮ সালে নড়াইলে এসেছিলেন তিনি। সস্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠনের কথা রয়েছে।

(টিএআর/এসসি/নবেম্বর২২,২০১৫)