সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী পৌর সভার কলেজ রোড়ের একটি বাড়ীতে  জামায়াতে ইসলামীর মহিলা শাখার এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নির্ভরযোগ্য স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলি আহসান মুজাহিদকে মানবতাবিরোধি অপরাধে মৃত্যুদন্ড কার্যকরের প্রতিবাদে সোনাগাজী মহিলা জামায়াতের পৌর আমির বিউটি বেগমের নেতৃত্বে রবিবার সন্ধায় গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়। পৌরসভার কলেজ রোড় সংলগ্ন মাঝি বাড়ীর মাষ্টার খোকা মিয়ার নিজস্ব ভবনের নিচতলায় জামায়াত নেত্রী কামরুন্নাহার ঘরে বৈঠকে ২০/২৫জন কর্মী উপস্থিত ছিলেন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই ঘরে ব্যাপক তল্লাশি চালায় । তবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি বলে জানায় এসআই সালাউদ্দিন। স্থানীয়রা জানায় , পুলিশের সামনে দিয়ে অনেকটা নির্ভিগ্নে উপজেলা মহিলা জামায়াতের আমির ও জেলা জামায়াতের সুরা সদস্য সালেহ আহম্মদের স্ত্রী এবং পৌর আমির বিউটিসহ ৭/৮জন জামায়াত কর্মী পালিয়ে যায় , বাকিরা পাশের ঘর গুলোতে আশ্রয় নেয়। এ বিষয়ে বাসার মালিক কামরুন্নাহার বলেন , আগে আমরা নিয়মিত মাসিক ও সাপ্তাহিক বৈঠক করতাম । আজ কোন বৈঠক হয়নি । তবে জামায়াতের মহিলা নেত্রীরা আমার অসুস্থ মাকে দেখতে এসেছেন । ভবন মালিক মাষ্টার খোকা মিয়া বলেন , জামায়াতের মহিলা নেত্রীর বাসায় নিয়মিত বৈঠকের বিষয়ে আমি জানতে পেরে তাকে বাসা ছেড়ে দেয়ার জন্য নোটিশ দিয়েছি। বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি ।


(ডিসি/এসসি/নভেম্বর ১২,২০১৫)