গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ দুলাল বিশ্বাস ওরফে জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  আজ সোমবার সকাল ৯টার দিকে জেলা শহরের শেখ কামাল ষ্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আলিমুল হক জানান, ইয়াবার একটি বড় চালান জেলা শহরে বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শেখ কামাল ষ্টেডিয়ামের ২ নং গেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী মটর শ্রমিক দুলাল বিশ্বাস ওরফে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা চট্টগ্রাম থেকে গোপালগঞ্জে আনা হয়েছিল।

(এম এইচ এম/ বি এইচ২৩নভেম্বর২০১৫)