নওগাঁ প্রতিনিধি: সোমবার প্রভাত থেকে শহরের লস্করপুর শ্রীশ্রী শুটি কালিতলা রাধা-গোবিন্দ জিঁউ মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন শুরু হয়েছে।

বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকা ও জাতির শুভ কল্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে কুঞ্জভঙ্গ, শ্রীশ্রী মন্মহাপ্রভুর ভোগ অন্তে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এবার লীলা কীর্তন পরিবেশন করছেন, রানীনগরের নিত্যানন্দ সম্প্রদায়ের শ্রী নয়ন কিশোর হালদার, আদমদীঘির ব্রজগোপাল সম্প্রদায়ের শ্রীমতি সুজাতা মহন্ত, বদলগাছীর শ্রী বেনীমাধব মহন্ত, বগুড়ার মোকামতলার রাধা-মাধব সম্প্রদায়ের শ্রীমতি ছবি রানী ও আদমদীঘির গৌর-নিতাই সম্প্রদায়ের শ্রী বিমান চন্দ্র দাস।

(বি এম/বি এইচ২৩নভেম্বর২০১৫)