নওগাঁ প্রতিনিধি : শেষ হলো নওগাঁয় মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত তিনদিনব্যপী নাট্য উৎসব। সোমবার সন্ধ্যায় গুণিজন সন্মাননা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়েছে। ‘নাটকের শক্তি মানবতার মুক্তি’ শিরোনামে নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই উৎসবের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম।

মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডা. ময়নুল হক দুলদুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন। এ বছর ভাষা সংগ্রামী ও প্রবীন রাজনীতিবিদ এম এ রকীব এবং ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদ মোঃ আলতাফ হোসেনকে গুনীজন সন্মাননা প্রদান করা হয়।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুগপূর্তি উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নুর উল হক, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক কবি আতাউল হক সিদ্দিকী এবং আইন ও শালিস কেন্দ্রের প্রতিনিধি জাহেদুল ইসলাম হিটু।

উৎসবে নওগাঁ পৌরসভা মানবাধিকার নাট্য পরিষদ, পিএম বালিকা উচ্চ বিদ্যালয় নাট্যদল, সেন্ট্রাল গার্লস স্কুল নাট্যদল, শৈলগাছি ইউনিয়ন মানবাধিকার নাট্য পরিষদ, দুবলহাটি ইউনিয়ন মানবাধিকার নাট্য পরিষদ, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় নাট্যদল, তিলকপুর ইউনিয়ন মানবাধিকার নাট্য পরিষদ, হাপানিয়া ইউনিয়ন মানবাধিকার নাট্য পরিষদ, মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয় নাট্যদল, মহাদেবপুর আদিবাসী নাট্যদল, হরিজন সম্প্রদায় নাট্যদল, সান্তাহার চৌপাশ নাট্যদল এবং জেলা শিল্পকলা একাডেমী নাট্যবিভাগ নাটক পরিবেশন করে। এছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহন করে।

(বিএম/এএস/নভেম্বর ২৩, ২০১৫)