গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যবসায়ির জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বোনারপাড়া স্টেশন রোডের প্রয়াত আজিজ মেম্বারের হোটেল মালিকের ৪ হাজার টাকা, তাপশ হোটেল মালিকের ২ হাজার ৫শত টাকা, প্রয়াত মনি বাবুর মিষ্টান্যের দোকান মালিকের নিকট থেকে ৪ হাজার টাকা, আজমলের মুদির দোকান থেকে ৩ হাজার টাকা এবং একজন দধি বিক্রেতার নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসব দোকানে নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী ও বিক্রি, এনার্জি ড্রিঙ্কস বিক্রি এবং মিষ্টান্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার প্রমাণিত হয়েছে।

অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে অন্যান্য হোটেল ও মিষ্টির দোকানের মালিকরা ঘর বন্ধ করে পালিয়ে যায়। ফলে ওই সব হোটেল রেস্তরায় অভিযান চালানো সম্ভব হয়নি ভ্রাম্যমাণ আদালতের।
(আরআই/এনএস/নভেম্বর ২৪, ২০১৫)