নিউজ ডেস্ক : অপরিণত শিশুর ফুসফুস বাঁচাতে সবচেয়ে ভাল সুপারফাস্ট ভেনটিলেইশন। গবেষণায় দেখা গেছে এ পদ্ধতির সাহায্যে শিশু প্রতি মিনিটে ৬০০ বার শ্বাসপ্রশ্বাস নিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মিনিটে ৩০ বার শ্বাসপ্রশ্বাসই যথেষ্ট।

নিউ ইংল্যান্ডের জার্নাল অব মেডিসিনের এক গবেষণায় দেখা যায়, খুব দ্রুত তবে অগভীর শ্বাসপ্রশ্বাস দীর্ঘ মেয়াদী শ্বাসপ্রশ্বাসের জন্য অধিকতর ভাল।

লন্ডনের কিংস কলেজের গবেষকরা বলেন, আবিষ্কৃত ফলাফল তীব্র বিতর্কের সৃষ্টি করবে।

তারা শিশু জন্মের ২৯ সপ্তাহ আগে থেকে বয়:সন্ধিকাল পর্যন্ত ৩১৯ শিশুর উপর গবেষণা চালান। তারা জন্মের এক ঘন্টার মধ্যে প্রচলিত বায়ুচলাচলের সময় শিশুর হাই ফ্রিকুয়েন্সি ওসিলেটোরি ভেন্টিলেইশন (এইচএফওভি) এর সাথে লাঞ্চের কী ধরণের পরিবর্তন হয় তার তুলনা করেন।


১১-১৪ বছরের শিশু এইচএফওভি এ থাকলে তাদের ক্ষুদ্র বায়ুপথের আকার অধিকতর ভাল থাকে। কনভেনশনাল থেরাপীর চেয়ে এতে ফুসফুস কম ক্ষতিগ্রস্ত হয়। দৈনন্দিন জীবনযাপনে এর কোন প্রভাব শিশুদের উপর লক্ষ্য করা যায় না।

লন্ডনের কিংস কলেজের অধ্যাপক এনি গ্রীনাফ বলেন, এটা রোমাচঁকর যে, পার্থক্গুলো বয়:সন্ধিকাল পর্যন্ত দেখা যায়। তিনি বলেন, কনভেনশনাল থেরাপিতে মানুষের দূর্বল লাঞ্চ ফাংশন পরবর্তীতে ইনফেকশন বা ধুমপানের ফলে আরো বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে।

উল্লেখ্য ইংল্যান্ডে প্রতি বছর প্রায় ৬০,০০০ অপরিণত শিশু জন্ম নেয়।

গ্রন্থনা: শেফালী সোহেল, তথ্যসূত্র: বিবিসি

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৫)