প্রবীর সিকদার


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সাহসী মানুষ অলক সেনকে মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন রামকৃষ্ণ পল্লীর নিজের বাসার সামনে নৃশংস ভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা।

সংকটজনক অবস্থায় মঙ্গলবার রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অলক সেনের উপর কেন এই নৃশংস হামলা? এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। শুধু বলবো, সাহস নিয়ে যারা রক্ত চক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের প্রতিবাদ করেন, এটা হয়তো তাদের নিয়তি!

অলক সেন তথা অলক দা আমাকে খুবই স্নেহ করেন। আমার সকল দুর্যোগে পাশে থাকেন বুক ফুলিয়ে। কিন্তু আমি অকৃতজ্ঞ! অলকদার দুর্যোগে আমি পাশে দাঁড়ানোর সাহস দেখাতে পারছি না। অকৃতজ্ঞ এই ভাইটিকে ক্ষমা করবেন অলক দা! আমার ঘাড়ে কয়টা মাথা! একটাই মাথা! এই ঘাড়ে ঝুলছে একটি ৫৭ ধারা! আর কোন ৫৭ ধারা বইতে পারবো না দাদা!

(পিএস/অ/নভেম্বর ২৪, ২০১৫)