মাগুরা প্রতিনিধি : মুন্সি নিরু হত্যা মামলার প্রধান আসামী কাস্টমস্ অফিসার মো: ইকবাল হোসেন কাবিলের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার শহরের এমআর রোড জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের স্ত্রী আঁখি আকতার সাংবাদিকদের জানান গত ১৮ মে ২০১৫ তারিখে পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ বিষয়ে আমরা মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং ০৬/৩৩৫। এ হত্যাকান্ডের মূল হোতা এজাহার নামীয় ১নং আসামী মো: ইকবাল হোসেন কাবিল কাস্টমস্ বিভাগে কর্মরত। যার হুকুমে, মদদে, পরামর্শে এবং অর্থের বিনিময়ে ভাড়াটিয়া আসামীরা আমার স্বামীকে হত্যা করে। বর্তমানে তাকে আটক করার কোন উদ্দ্যোগ করা যাচ্ছে না। বরং এই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।

খুনের আসামীরা আমাকে নানা ভাবে মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে। আমার ৩ কন্যা শিশু নিয়ে আমি নিরাপত্তাহিনতায় ভুগছি। তদপুরি আমি আমার স্বামীর হত্যার সুষ্ট ও নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের প্রশ্নে খুবই দুশ্চিন্তা গ্রস্থ। ন্যায় বিচারের স্বার্থে মামলাটি সুষ্ঠ ও যথাযথ তদন্তে জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশদৃষ্টি কামনা করছি।

(ডিসি/এএস/নভেম্বর ২৬, ২০১৫)