স্টাফ রিপোর্টার : আসন্ন পৌরসভা নির্বাচনের তফসিল যথাযথ নিয়মে ঘোষণা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তবে পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে চায় দলটি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব এ আলোচনার আয়োজন করে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘হাঠৎ করে অর্ডিন্যান্সের মাধ্যমে দেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি নিয়ম অনুযায়ী হচ্ছে কি না— জানি না। নির্বাচনে ৪৫ দিন সময় দেওয়া হয়। কিন্তু ৩৫ দিনের মাথায় নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়েছে।’

‘দলীয় প্রতীক দিয়ে পৌর নির্বাচন করা নিয়ে সরকার ষড়যন্ত্র করছে’— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৫ জানুয়ারি নির্বাচন, উপজেলা নির্বাচন- কোনোটাই নির্বাচন হয়নি। জনগণ যেখানে ভোট দিতে পারে না, সেটা কোনো নির্বাচন হতে পারে না।’

‘সরকার কর্মীর চেয়ে পুলিশের ওপর বেশি নির্ভর হয়ে পড়ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন এর মাত্রাও বেড়ে গেছে। যেহেতু আমরা পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেহেতু যারা প্রার্থী হতে চান তাদের মিথ্যা মামাল দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তারা কেউ বাড়িতে থাকতে পারছে না। কিন্তু এ ধরনের সব (স্থানীয় সরকার নির্বাচন) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নেতৃত্বের বড় অভাব, চেতনার বড় অভাব, কমিটমেন্টের বড় অভাব। এগুলো যদি না থাকে আমরা এগিয়ে যেতে পারব না। যদি থাকে তাহলে এ সরকারের পতন আমার কাছে বড় বিষয় নয়। আরেকটা আন্দোলন এ সরকারের সহ্য করার ক্ষমতা নেই। কিন্ত আমরা তাতে নেতৃত্ব দিতে পারছি বলে মনে করছি না।’

ড্যাবের সহ-সভাপতি ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, অধ্যাপক বায়েস ভুইয়া প্রমুখ। ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু এটি সঞ্চালনা করেন।

২৭ নভেম্বর ২৫তম শাহাদাতবাষির্কী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজে মিলনে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ড্যাব। এরপর তারা মিলন চত্বরে আসবেন। সংগঠনের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

(ওএস/এইচআর/নভেম্বর ২৬, ২০১৫)