আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ বৈঠক শুরু হয়। আঞ্চলিক বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলাসহ আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

অনেকদিন ধরেই ভারতের আগ্রহের বিষয়ে পরিণত হওয়া আঞ্চলিক যোগাযোগের বিষয়টি আসতে পারে আলোচনায়।

সোমবার ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার পর মঙ্গলবার দুপুরে নির্ধারিত বৈঠকের আলোচ্যসূচি নিয়ে শিরীন শারমিন স্পষ্ট কিছু বলেননি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে প্রায় ৫০ মিনিট বৈঠক করেন মোদি।

(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)