ডেস্ক রিপোর্ট : দেশে গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজ ভূলণ্ঠিত, মহান স্বাধীনতাযুদ্ধের চেতনাও আজ বিপর্যস্ত।

খালেদা জিয়াবলেন, ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকায় লিন্সা দেশ জাতিকে এক গভীর সংকটের মধ্যে নিপতিত করেছে। এই রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার লক্ষে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সে লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়া এ সব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে ডাঃ শামসুল আলম খান মিলনের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।

ডা: মিলনের আত্মত্যাগকে সার্থক করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

(ওএস/এইচআর/নভেম্বর ২৬, ২০১৫)