নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌর এলাকায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের কেন্দ্রে জোর লবিং আর দৌড়ঝাঁপ চলছেই।

ফলে নির্বাচনী মাঠ এখনো উত্তপ্ত হয়ে ওঠেনি। তবে কোন্ রাজনৈতিক দল থেকে কে মনোনয়ন পাচ্ছেন, কে কেমন মানুষ, কে সন্ত্রাসীদের গড ফাদার, কে টেন্ডারবাজ, চাঁদাবাজ, উন্নয়নের নামে কে সরকারি অর্থ লুটপাট করে, বিপুল অর্থ বরাদ্দের পরেও রাস্তাঘাট ও ড্রেনের বেহাল দশা কেন, কারা উন্নয়ন কর্মকান্ডের বরাদ্দকৃত অর্থ কাজ শুরুর আগেই ভাগবাটোয়ারা করে খায়, কে বদমেজাজী, কে মানুষের সঙ্গে একটু হেঁসে কথা বলতে জানেনা, কার পারিবারিক অবস্থা আগে কেমন ছিল আর এখন কেমন, এমন অনেক চুলচেড়া বিশ্লেষন এখন আলোচনার মূখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ ভোটারদের মাঝে।

রাত পোহালেই বাড়ির পাশের মোড়ের চা ষ্টলে প্রার্থীদের বিষয়ে শুরু হয় এমন অনেক আলোচনা-সমালোচনার ঝড়। এবার নওগাঁ পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন কয়েকজন। শেষ পর্যন্ত কোন দলের কে মনোনয়ন পাচ্ছেন, আর কে কে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তা জানতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

এবার নওগাঁ পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি আওয়ামীলীগের প্রবীন নেতা আলহাজ্ব সামশুল হক, বিগত দুইবার পৌর নির্বাচনে শুধু দলীয় অন্তর্কলহের কারণে হেরে যাওয়া সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাবেক যুবলীগ নেতা ইলিয়াস তুহিন রেজা, যুবলীগের বর্তমান আহবায়ক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু ও যুবলীগ নেতা পিযুষ কান্তি সরকার।

এরা সকলেই দলীয় মনোনয়ন প্রত্যাশী। এদের অনেকেই দলীয় হাইকমান্ডে জোড় লবিং অব্যাহত রেখেছেন। দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনী মাঠে নামবেন তারা কোমর বেঁধে। তবে কার ভাগ্যে শিকে ছিড়বে তা এখনো কেউ বলতে পারছেন না। এদিকে নওগাঁ পৌরসভার বিগত ৩ বারের মত নির্বাচিত কমিশনার/কাউন্সিলর বর্তমানে প্যানেল মেয়র নওগাঁ জেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল ওয়াহাব এবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে বদ্ধ পরিকর। ইতোমধ্যেই তিনি পৌরসভার বিভিন্ন মহল্লায় প্রচারনা শুরু করেছেন।

অপরদিকে নওগাঁ পৌরসভার বর্তমান মেয়র বিএনপি নেতা নজমুল হক সনি এবারেও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তিনিও দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে লবিং করছেন বলে তার ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এর পরেও বিএনপি থেকে যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং মাঠে প্রচারনা চালাচ্ছেন তারা হলেন, জেলা বিএনপি নেতা মামুনুর রহমান রিপন, সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান আব্দুর আজিজ কবিরাজ ও নওগাঁ শহর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। তবে প্রচারনার দিকে নাসির উদ্দিন আহম্মেদ এখনো এগিয়ে রয়েছেন।

(বিএম/এএস/নভেম্বর ২৭, ২০১৫)