নিউজ ডেস্ক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক শাহজাহান মিঞার বিরুদ্ধে সংগঠনের টাকা আত্মসাতের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জানা যায়, ডিএসইসির সাধারণ সম্পাদক শাহজাহান মিঞার বিরুদ্ধে সম্প্রতি টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় সোমবার দুপুরে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাহী কমিটি এক জরুরি বৈঠকে বসে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে শাজাহান মিঞা কান্নার অভিনয় করে কমিটিকে অনুরোধ জানিয়েছিলেন ঘটনা ধামাচাপা দিতে। কিন্তু তারপরও কমিটি এতে কোনো ছলচাতুরির সুযোগ না দিয়ে ঘটনা তদন্তে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি কে এম শহীদুল হককে প্রধান করে ৫ সদস্যের এক কমিটি গঠন করে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়েছে বলে কাউন্সিলের এক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এদিকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের এক নির্ভরযোগ্য সদস্য বলেন, গত মঙ্গলবার পূবালী ব্যাংকের রামকৃষ্ণ মিশন রোড শাখায় সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম সংগঠনের হিসাব দেখতে চাইলে সাধারণ সম্পাদক শাহজাহান মিঞা তাকে বাধা দেন। এতে আশরাফুল ইসলাম ও তার সাথে থাকা ডিএসইসি ক্যাশিয়ার শাহাদাত রানার সন্দেহ হলে তারা কৌশলে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে লেনদেনের তথ্য জেনে নেন।

জানা যায়, গত ৮ মে গত কমিটির স্বাক্ষরে ব্যাংক থেকে বর্তমান কমিটিকে না জানিয়েই ১ লাখ ৪৪ হাজার টাকা তুলে নিয়ে গেছে সাধারণ সম্পাদক শাজাহান মিঞা।

(ওএস/এটিআর/মে ২৭, ২০১৪)