কানাডা থেকে সিবিএনএ : কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল প্রতিবছর স্থানীয় গুণীজনদের সম্মানিত করবে। আর এই লক্ষ্যেই বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৫ এর মঞ্চে বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু ‘বাংলামেইল এ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন।

কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর এই এ্যাওয়ার্ডটি পেলেন কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি (সিবিএনএ)-এর অন্যতম নির্বাহী খুরশীদ শাম্মী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলামেইলের সম্পাদকীয় উপদেষ্টা ড. শামীমা নাসরিন শাহেদ।

ড. শামীমা নাসরিন শাহেদ বলেন, শাম্মী একজন নিবেদিত সংবাদকর্মী। তার হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি আনন্দিত। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে খুরশীদ শাম্মী বলেন, আমি আবেগ আপ্লুত। কিছুই বলতে পারছি না।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলামেইল পরিবারকে।তাঁর এ অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন সিবিএনএ-এর প্রধান নির্বাহী সদেরা সুজন।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০১৫)