ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিতা পুত্রসহ ৪ জামায়াত নেতা- কর্মীকে গ্রেফতার করেছে। 

শনিবার রাতে সদর উপজেলার গোস্টা এবং হালুয়াঘাট উপজেলার কয়রাকুড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ময়মনসিংহ সদর জামায়াতের রুকন সদস্য আবুল খায়ের মো. আবদুল্লা (৫৫) এবং তার দুইপুত্র শিবিরকর্মী ওলিউল্লা মুজাহিদ (৩০) ও আতাউল্লা গালিব (১৬) এবং হালুয়াঘাটের জামায়াতকর্মী আকতার হোসেনকে (৫০)।
ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, গ্রেফতারকৃতদের কতোয়ালী থানায় সোপর্দ এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

(এমডি/এসএমএস/নভেম্বর ২৯, ২০১৫)