সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পাটজাত পণ্য ব্যবহার বাধ্য করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা মোস্তারীর নেতৃত্বে দিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাটের বস্তা ব্যবহার না করায় সদর উপজেলার রামগাতী ও কালিয়া হরিপুরে দুটি ফ্লাওয়ার মিলে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা এবং একটি সার বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাসলিমা মোস্তারী জানান, জেলার সকল বাজারে চাল, গম, ভুট্টা, সার, চিনি সহ ৬টি পণ্যে পাটের ব্যাগ, বস্তা ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ অভিযান চলমান থাকবে।

(এসএস/এসএমএস/নভেম্বর ৩০, ২০১৫)