মাগুরা প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে মাগুরায় গতকাল সোমবার  বিকাল পর্যন্ত মোট ৭০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মোট ৭০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । এর মধ্যে মেয়র পদে ৮ জন , কাউন্সিলর পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা পদে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ।

গত ২৪ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষনা হয়েছে । আগামী ৩ ডিসেম্বর প্রাথীদের মনোনয়ন পত্র দাখিল, ৫ ও ৬ ডিসেম্বর প্রাথীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১৩ ডিসেম্বর প্রাথীদের মনোনয়ন পত্র প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এক লাখ ১২ হাজার জনসংখ্যা অধ্যুষিত মাগুরা প্রথম শ্রেণীর পৌরসভার সীমানা ৪৪.৩৬ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৬৫ হাজার ৫৮৯ জন। ১৯৯৩ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়ার পর পৌরসভার সাথে আশপাশের বেশ কিছু গ্রাম সংযোজিত হয়।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)