মাদারীপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার সাধুর ব্রীজ নামকস্থানে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় জিহাদ সরদার (৬) নামের স্কুল ছাত্র মারা গেছে। এসময় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈরের সাধুর ব্রীজ নামক স্থানে বরিশালগামী একটি পিকআপ ভ্যানের চাপায় স্কুলে যাবার পথে নয়াকান্দি গ্রামের সামাদ সরদারের ছেলে নয়াকান্দি সুচনা বিদ্যানিকেতন কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র জিহাদ সরদার ঘটনাস্থলেই মারা গেছে।

এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সাধুর ব্রীজ সংলগ্ন স্থানে স্পীডব্রেকারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে যায়। ফলে দুরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। পরে পুলিশ ও র‌্যাব খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্পীডব্রেকার স্থাপনের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। যান চলাচল স্বাভাবিক হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাজৈর ও সদর থানা পুলিশ এবং র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)