নাটোর প্রতিনিধি : মঙ্গলবার নাটোরে দুই বিদেশীসহ রাজলংকা বিদ্যুৎ প্লান্টের পাঁচ কর্মকতাকে বহনকারী বিআরবি কেবলসের একটি হেলিকপ্টার অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়। পথ খুজে না পেয়ে বাধ্য হয়ে একটি ফসলের মাঠে হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে । হেলিকপ্টারটি ফসলের মাঠে জরুরী অবতরণ করলেও কোন ক্ষয় ক্ষতি হয়নি।

পুলিশ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীলংকার দুই প্রকৌশলীসহ রাজলংকা বিদ্যুৎ প্লান্টের পাঁচ কর্মকর্তা বিআরবি কেবলস কোম্পানির একটি হেলিকপ্টার নাটোরে নির্মাণাধীন রাজলংকা বিদ্যুৎ প্লান্ট পরিদর্শনের জন্য আসেন। হেলিপ্যাডের দিক নির্নয় করতে না পেরে হেলিকপ্টারটি বেশ কয়েকবার ওপরে চক্কর দিয়ে কালেক্টরেট ভবনের পাশে ফসলের মাঠে নেমে পড়ে। ফসলের মাঠে হেলিকপ্টার নামতে দেখে শত শত মানুষ ছুটে যায় সেখানে। এদিকে হেলিপ্যাডে কর্তব্যরত পুলিশ তাদের নিরাপত্তা দিতে সেখান থেকে ছুটে যায় ওই ফসলের মাঠে। পরে পাইলট পুলিশের সহায়তায় হেলিকপ্টারটিকে হেলিপ্যাড মাঠে নিয়ে যান। পাইলট ইমতিয়াজ জানান, পথ খুজে না পাওয়ায় একটি ফসলের মাঠে জরুরী অবতরণ করেন।
(এমআর/এএস/মে ২৭, ২০১৪)