রংপুর প্রতিনিধি : নাশকতার মামলায় সাত শিবির কর্মীর ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটার (এপিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, নগরীর লালবাগ কলেজ রোডের অনি-অমি ছাত্রাবাসে ১৮ মার্চ রাত দুইটার দিকে অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। এসময় শিবির নিয়ন্ত্রিত ওই ছাত্রাবাস থেকে ককটেল, সেভেন আপ বোতলে পেট্রোল,লোহার রডসহ দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্তারুল আলম বাদী হয়ে সাতজনের নামে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা করেন।

দেড় বছরেরও বেশী সময় মামলাটি বিচারাধীন থাকার পর মঙ্গলবার বেলা একটার দিকে এর রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্ত শিবির কর্মী আহসান হাবীব, মোস্তফা কামাল, মেহদী হাসান সৌরভ, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিদুল ইসলাম ও মঈনুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে সবাইকে এক বছর করে কারাভোগ করতে হবে।

ওই রায় ঘোষণার সময় শিবির কর্মী আহসান হাবীব ও মোস্তফা কামাল উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন চোরাচালান বিশেষ ট্রাইব্যুনাশের স্পেশাল পিপি আইনুন নাহার পাপড়ী এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাওসার আলী।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)