নীলফামারী প্রিতিনিধ : নীলফামারীতে গৃহবধূ ও কৃষককে হত্যার দায়ে ছয় ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এ রায় দু’টি ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২০ এপ্রিল যৌতুকের দাবিতে জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামের গৃহবধূ এক সন্তানের জননী সন্ধ্যা রাণী রায়কে পিটিয়ে হত্যা করে তার স্বামী বিপুল চন্দ্র রায়। এ মামলায় সন্ধ্যা রাণী রায়ের স্বামী বিপুল চন্দ্র রায়কে (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

অপরদিকে ২০০৯ সালের ২৩ জুন শত্রুতার জের ধরে জেলার কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সফিয়ার রহমানকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষরা। এ সময় জেলার সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে সৈয়দপুর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের করাদণ্ডাদেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের মকিম উদ্দীনের ছেলে বাবুল (৩৮), তার বড়ভাই মোসলেম উদ্দীন (৪২), চাচাত ভাই দুলাল হোসেন (৩৭), আব্দুল মজিদ (৪০) ও ভাতিজা (রায়হানের ছেলে) সাইফুল ইসলাম (২৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)