মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা প্রশাসকের কর্যালয়ে স্থাপিত কম্পিউটার ল্যাবে মঙ্গলবার মাসব্যাপি কম্পিউটার বেসিক ট্রেনিং এন্ড ফ্রি ল্যান্সিং কোর্স শুরু হয়েছে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশসাক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, সমাজ কল্যান সংসদের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। জেলা প্রশাসন ও বে-সরকারি সংগঠন সমাজ কল্যান সংসদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপি এ কোর্সে জেলার ১৯ জন যুবক-যুবতী অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদার বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে গড়ে ওঠা দক্ষ জন জনশক্তির মাধ্যমে দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এতে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব দ্রুতই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।

(ডিসি/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)