ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে যুদ্ধাপরাধের তদন্তকাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি। তিন সদস্যের এই তদন্ত কমিটি মঙ্গলবার দুপুর থেকে রাজাপুরের সাতুরিয়ার গণহত্যার শিকার পরিবারগুলো ও তাদের বাড়ি-ঘর পরিদর্শন করে।

এ ছাড়া তারা কাঠিপাড়া গণকবরসহ ওই দিনের গণহত্যার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নেন। রাজাপুরের সাতুরিয়ার বেশ কিছু যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি তদন্তের কাজ শুরু করেছে।

এটিই রাজাপুরের প্রথম কোনো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্ত কমিটি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন এ কমিটির নেতৃত্ব দেন।

এসময় অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ইন্সেপেক্টর ফারুক হোসেন, আবু বক্কর সিদ্দিকিসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এদিকে স্বাধীনতার ৪৪ বছর পরে হলেও যুদ্ধাপরাধের তদন্তকাজ শুরু করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধারা।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৫)