টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর সভার একটি দোতলা ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের কারণে ভবনের মেঝে পুড়ে যায়। এতে ওই ভবনের মেঝেতে ফাটলের সৃষ্টি হয়। ওই ঘটনায় ভবনের মালিক শাবানা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করে।

মামলার প্রেক্ষিতে পুলিশ পার্শ্ববর্তী মশাজান গ্রামের সাকু মন্ডলের ছেলে আনোয়ার (৪৫) ও ছামু ড্রাইভারের ছেলে কাজল (২৬) কে গ্রেফতার করে। স্থানীয় একটি মহল গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করে।

মামলার বাদী শাবানা জানায়, তিনি গত পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার পর থেকে স্থানীয় একটি মহল তাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এছাড়া তারা বিভিন্ন সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।

(আরকেপি/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)