কিশোরগঞ্জ প্রতিনিধি : দ্রুত বিচার আইনের মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ২৮ জন নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামীদের মধ্যে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেক আসামী আগে থেকেই জেল হাজতে রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সনের ২৯ জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর গণ মিছিল কর্মসূচি চলাকালে আসামীরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে মারপিট, যানবাহন ভাঙচুর এবং জন সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই এ.টি.এম. মাহমুদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নিম্ন আদালতে তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। যথাসময়ে উচ্চ আদালতে আপিল করা হবে। উচ্চ আদলতে ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(পিকেএস/এএস/মে ২৭, ২০১৪)