কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ ওয়াহিদুল ইসলাম (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে জেলা শহরের খরমপট্রি এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন তিনি।

সৈয়দ ওয়াহিদুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই। মৃত্যুকালে তিন পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।

মরহুমের প্রথম জানাযা বুধবার বাদ যোহর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি বীর দামপাড়ায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর পুত্র অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। জানাযা ও দাফন কার্যক্রমে মরহুমের ভাতিজা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অংশগ্রহন করবেন বলেও তিনি জানিয়েছেন।

(ওএস/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)