সিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। বুধবার আদালতে সকল আসামি উপস্থিত না থাকায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেননি। বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সকল আসামি আদালতে উপস্থিত না থাকায় বিচারক সাক্ষ্যগ্রহণ করেননি। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এ মামলায় ১৭১ সাক্ষী রয়েছেন। ৩০ সেপ্টেম্বর মামলার বাদী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান প্রথম সাক্ষ্য দেন।

১৩ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন করা হয়। মামলার সকল আসামির উপস্থিতিতে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিসিক’র বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জি কে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)