গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্র্যাম্যমান আদালত অবৈধ স্থাপনা ভাংচুর ও উচ্ছেদ অভিযানে ২১ প্রতিষ্ঠানকে জরিমানা ও রাস্তার উপরে ৭০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম এই অবৈধ স্থাপনা উচ্ছেদ ও  ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন।

আজ বুধবার সকালে উচ্ছেদ অভিযানে মুকসুদপুর সদর বাজার বাসস্ট্যান্ডে সরকারি রাস্তার পাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট, ব্যক্তিগত দোকানের সামনে বারান্দা দিয়ে জায়গা দখল করা ২ শতাধিক দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ২১টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, মুকসুদপুর সদরের প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণীর ব্যবসায়ীরা ব্যবসা করায় শহরের যানজট লেগেই থাকে। তাই প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

(এমএইচএম/এইচআর/নভেম্বর ০২, ২০১৫)